দেশ

৭৫ ঘণ্টা অতিক্রান্ত! তিন বছরের শিশুকে উদ্ধারে এবার নিষিদ্ধ ‘ব়্যাট হোল’ পদ্ধতি

75 hours have passed! 'Bat hole' method banned to rescue three-year-old child

Truth of Bengal: ৭৫ ঘণ্টা অতিক্রান্ত! এখনও পর্যন্ত ৭০০ ফুটের গভীর বোরওয়েলে মধ্যে আটকে রয়েছে বছর তিনের শিশুকন্যা। এবার শিশুটি উদ্ধার করতে ডাকা হল ব়্যাট হোল খননকারীদের। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরই শিশুটিকে উদ্ধারে নিষিদ্ধ ব়্যাট হোল মাইনিং পদ্ধতিই এখন শেষ ভরসা।

এই ব়্যাট হোল মাইনিং পদ্ধতি হল, ইঁদুরের মতো অল্প অল্প গর্ত খুঁড়ে লক্ষবস্তুর দিকে এগিয়ে চলা। ২০১৪ সালের আগে অনেক খনি থেকে আকরিক উত্তোলনের কাজে ব্যাবহৃত হত এই পদ্ধতি। শাবল-গাঁইতি হাতে নিয়ে গর্ত খুঁড়ে এগিয়ে চলেন শ্রমিকরা। এই পদ্ধতিতে গর্ত খোঁড়া হলে তা হয় অত্যন্তই সংকীর্ণ। যার জেরে বিপদের সম্ভাবনাও থাকে। যো কোনও সময়ে গর্তে ধস নামার আশঙ্কাও থাকে।

এর জন্যই ২০১৪-তে ন্যাশানাল গ্রীন ট্রাইবুনালের তরফ থেকে এই পদ্ধতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে চেতনাকে উদ্ধার করতে উদ্ধারকারীদের পরিকল্পনা থেকে জানা যাচ্ছে, ৭০০ ফুটের বোরওয়েলের ১৫০ ফুট গভীরে আটকে রয়েছে ওই শিশু।

ওই বোরওয়েলের পাশেই ১৬০ ফুটের একটি গভীর গর্ত খোঁড়া হয়। সেখানেই ব়্যাট হোল খননকার্যে পারদর্শী শ্রমিকরা প্রবেশ করবেন। সেখান থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি টানেল বানাবেন তারা। যে টানেল দিয়েই বছর তিনের শিশু চেতনাকে উদ্ধারের পরিকল্পনা করেছেন ওই উদ্ধারকারীরা।