সীমান্ত এলাকায় পরিকাঠামো ব্যবস্থায় জোর সড়কপথ নির্মাণে ৬০০০ কোটি বরাদ্দ
6,000 crore allocation for the construction of roads in the border areas with emphasis on infrastructure

Bangla Jago Desk : সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে বিরাট সড়কপথ নির্মাণ খাতে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এর ফলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। মূলত ভারত, তিব্বত, চিন, মায়ানমার সীমান্ত এলাকায় এই পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে। ১১টি এলাকায় এই প্যাকেজ অনুসারে কাজ করা হবে।
জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে এই কাজ শুরু হতে পারে। সূত্রের খবর , ১৭৪৮ কিমি দুই লেনের হাইওয়ের কাজ শুরু হবে। আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ২০ কিমি দূরে এই জায়গা। সেখানেই হাইওয়ে তৈরির কাজ শুরু হবে বলেই খবর। রাজ্য পূর্ত দফতর, বর্ডার রোডস অর্গানাইজেশন, ও ন্যাশানাল হাইওয়ে অ্য়ান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই নির্মাণকাজ করবে। বিভিন্ন পর্বে এই কাজ হবে বলেই খবর। সীমান্ত এলাকায় পরিকাঠামো ব্যবস্থার উন্নতির পাশাপাশি সুরক্ষার দিকে নজর রাখতেই কেন্দ্রের এই বড় ঘোষণা।
মূলত চিন সংলগ্ন সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন হলে সুরক্ষার বিষয়টি অনেকটাই নিশ্চিত হওয়া যাবে বলেই মনে করছেন অনেকে। তবে শুধু মাত্র সীমান্ত এলাকায় নয় অরুণাচল প্রদেশে প্রায় ৪০০ কিমি রাস্তা তৈরির কাজের প্রক্রিয়াও শুরু হতে পারে। চলতি বছরের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। অর্থ্যাৎ গোটা উত্তর পূর্ব জুড়েই এই ধরনের সীমান্ত সংলগ্ন এলাকায় রাস্তা তৈরির কাজ হবে। এদিকে ফ্রন্টিয়ার হাইওয়ের দুটি প্যাকেজে টাকা অনুমোদন প্রসঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, সীমান্ত এলাকায় যোগাযোগ বৃদ্ধি করার জন্য় এই রাস্তা তৈরি করা হবে। এর জেরে ওই এলাকায় অর্থনৈতিক উন্নয়নও হবে।
FREE ACCESS