
Truth Of Bengal: মণিপুরের নিরাপত্তা বাহিনী ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব থেকে পাঁচজন জঙ্গিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে মণিপুর পুলিশ। পুলিশের মতে, এই জঙ্গিরা উপত্যকা-ভিত্তিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও, ইম্ফল পূর্ব জেলায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার ইম্ফল পশ্চিমের ডিংকু রোড এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ‘পিপলস লিবারেশন আর্মি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, মঙ্গলবার ইম্ফল পূর্বের টপ মাখা লেইকাই থেকে নিষিদ্ধ সংগঠন প্রেপাক (প্রো)-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বুধবার ইম্ফল পূর্বের তাখেল মামাং লাইকাই এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন কাঙ্গলেই ইয়াওল কান্না লুপের একজন সক্রিয় সদস্যকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
এর পাশাপাশি ইম্ফল পূর্ব জেলায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে প্রায় পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। গাড়িতে ৪১৯টি সাবানের বাক্সে হেরোইন লুকানো ছিল। ২৫ মার্চ, পুলিশ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল। পুলিশ এক্স-এ পোস্ট করে হেরোইন উদ্ধারের তথ্য দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৫ মার্চ ৫.৫ কেজি সন্দেহভাজন হেরোইন পাউডার-সহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। এরপর, পুলিশ ইম্ফল পূর্বে পাওয়া একটি পরিত্যক্ত গাড়ি জব্দ করে। গাড়িটি তল্লাশি করে, ৪১৯টি সাবানের বাক্স উদ্ধার করা হয় যাতে প্রায় ৫ কেজি সন্দেহভাজন হেরোইন পাউডার ছিল। পুলিশ জানিয়েছে, বিষয়টির তদন্ত করা হচ্ছে।