
The Truth Of Bengal : দিল্লিতে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের জেরে গত ৭২ ঘন্টায় ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র জাতীয় রাজধানীতেই সীমাবদ্ধ নেই তাপপ্রবাহ। নয়ডাতেও গত ২৪ ঘন্টায় ১০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালে একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রায় ৩৬ জনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এদিকে এলএনজিপি হাসপাতালে তিনজন মারা গিয়েছে। যার মধ্যে ১৫ই জুন ১০৬ ডিগ্রির মত প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক ব্যক্তিকে। ওই ব্যক্তি ছিলেন গাড়ির মেকানিক। হিট স্ট্রোকের কারণে তিনি মারা গিয়েছেন। শুধু তাই নয়, ১০৬ থেকে ১০৭ ডিগ্রি জ্বর নিয়ে সাত জনেরও বেশি লোক এলএনজিপি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যাদের মধ্যে পাঁচজনকে ভেন্টিলেটারে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজনের বয়স ৬৫ বছর।
এদিকে, বিহারের একজন ৭০ বছর বয়সী ব্যক্তি ট্রেন মিস করেছিলেন। যার কারণে তিনি স্টেশনেই ঘোরাফেরা করছিলেন। ঠিক তখনই হঠাৎ এই তীব্রতা প্রবাহ সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এলএনজিপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সুরেশ কুমার জানিয়েছেন, ” তাপপ্রবাহে আক্রান্ত বেশিরভাগ লোকই শ্রমিক বা রিক্সা চালক। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের বয়স ৬০ বছরের বেশি।” অসুস্থ হওয়ার রোগীদের মধ্যে বেশিরভাগই ইলেক্ট্রোলাইটের ঘাটতি, হিট স্ট্রোক, ১০৫ ডিগ্রির বেশি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে চিকিৎসার জন্য।
তীব্র প্রবাহের প্রকোপ এতটাই বাড়ছে যে দিন দিন দিল্লির বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ছোট ক্লিনিক গুলোতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকেই। পাহাড়গঞ্জে একটি ক্লিনিক পরিচালনাকারী ডক্টর গৌরব কুমার জানান, ” গতমাসে তাপপ্রবাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুন বেড়েছে।”