দেশ

৩৪ হাজার কোটি টাকা জালিয়াতি, গ্রেফতার DHFL কোম্পানির ডিরেক্টর ধীরজ ওয়াধওয়ান

34 thousand crore rupees fraud, arrested DHFL company director Dheeraj Wadwan

The Truth Of Bengal :  ৩৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় গ্রেফতার DHFL কোম্পানির ডিরেক্টর ধীরজ ওয়াধওয়ান। তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআই ১৭ টি ব্যাঙ্কের একটি কনসোর্টিয়ামের ৩৪ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। যা দেশের বৃহত্তম ব্যাঙ্কিং ঋণ জালিয়াতি হিসাবে চিহ্নিত হয়েছে।

কপিল ওয়াধওয়ান ছিলেন ডিএইচএফএল-এর চেয়ারম্যান এবং এমডি, আর ধীরাজ ওয়াধওয়ান ছিলেন কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। এই বছরের ফেব্রুয়ারিতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি প্রাক্তন DHFL প্রোমোটার ধীরাজ এবং কপিল ওয়াধওয়ানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হোল্ডিংগুলিকে ২২ লক্ষ টাকার বকেয়া পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিল।

এর আগে দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড বা ডিএইচএফএল সংস্থার এই দুই ভাই ইয়েস ব্যাঙ্কের অর্থ পাচারের মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারপর থেকে জামিনে মুক্ত ছিলেন তাঁরা। সেই অর্থ তছরুপের ঘটনায় এবার গ্রেফতার হলেন  DHFL কোম্পানির ডিরেক্টর ধীরজ ওয়াধওয়ান।

ধীরাজ ওয়াধওয়ান চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে ভর্তি হওয়ায় বোম্বে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। বোম্বে হাইকোর্ট এই বছরের ২ মে সেই মামলায় সিবিআই গ্রেফতার থেকে সময়সীমা এক সপ্তাহের জন্য বাড়িয়েছিল। সেই মেয়াদ শেষ শেষ হওয়ার পরে সিবিআই ওয়াধওয়ানকে গ্রেফতার করেছে। বর্তমানে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Related Articles