ছত্তীসগঢ়ে যৌথ বাহিনীর এনকাউন্টারে হত ৩১ মাওবাদী, শহীদ ২ জওয়ান
31 Maoists killed, 2 soldiers martyred in joint forces encounter in Chhattisgarh

Truth Of Bengal: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় আবারও বড়সড় মাওবাদী দমন অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার সকালে ছত্তীসগঢ় পুলিশ জানিয়েছে, গুলির লড়াইয়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। তবে পাল্টা আক্রমণে নিরাপত্তাবাহিনীর দু’জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।
সূত্রের খবর, শুক্রবার বিজাপুরের গভীর জঙ্গলে মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর উপস্থিতির খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী অভিযান শুরু করে। এতে অংশ নেয় সিআরপিএফ, ছত্তীসগঢ় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের সদস্যরা। শনিবার রাত থেকে এই অভিযান শুরু হয়েছে।
গত কয়েক বছরে মাওবাদী দমনে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে। পাশাপাশি, যারা আত্মসমর্পণ করবে, তাদের চাকরি, স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত বছরে ২০৭ জন মাওবাদী নিহত হয়েছেন এবং বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ৩ জানুয়ারি থেকে যৌথবাহিনী নতুন করে মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে। বিজাপুর ও সুকমা ছাড়াও নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের ও কোন্ডাগাঁও জেলার পাহাড়-জঙ্গলে চলছে তল্লাশি। এছাড়া, মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে প্রচার অভিযানও চালানো হচ্ছে, যার ফলে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন।
ছত্তীসগঢ়ে এই অভিযান কবে শেষ হবে, তা বলা মুশকিল, তবে সরকারের কড়া অবস্থান ও ধারাবাহিক অভিযানের ফলে মাওবাদী আন্দোলন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।