দেশ

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ৩ কিশোরের, শোকস্তব্ধ এলাকা

3 teenagers drowned while bathing in the river, grief-stricken area

The Truth Of Bengal : নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৩ কিশোরের। ঘটনাটি ঘটেছে বিহারের বুরহি গণ্ডক নদীতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, বিহারের ৫ কিশোর বুরহি গণ্ডক নদীতে স্নান করার জন্য নেমেছিল। কিন্তু পাঁচজন কিশোরই নদীর জলে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা তা দেখতে পেলে তৎক্ষণাৎ তাদের উদ্ধারের চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুইজন কিশোরকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজন নদীর স্রোতে তলিয়ে যায়। তিন কিশোর মারা যায়। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তিন জন কিশোরের মৃতদেহ উদ্ধার করে। এরপর এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
কারপুরি গ্রাম থানার পুলিশ অফিসার জানান, ” রাত তিনটের সময় খবর পাই নদীতে স্নান করতে গিয়ে পাঁচজন তলিয়ে গিয়েছে। দুইজনকে বাঁচানো গেলেও বাকি তিনজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে এসডিআরএফ দল পৌঁছায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।”

Related Articles