দেশ

জ্বলছে মণিপুর, সরানো হল ২৪৯ টি পরিবারকে

249 families were evacuated from burning Manipur

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই নতুন করে ফের অশান্ত হয়েছে মনিপুর। সম্প্রতি একটি ঘটনায় সন্দেহভাজন জঙ্গিরা মনিপুরের জিরিবাম জেলায় একটি পুলিশ ফাঁড়ি এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বরাক নদীর কাছে ছোটবেকরা এলাকায় অবস্থিত জিরি পুলিশ ফাঁড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ মনিপুরের জিরিবাম জেলার বরাক নদীর কাছে ছোটবেকরা এলাকায় অবস্থিত জিরিপুলের সারিতে অন্ধকারের সুযোগ নিয়ে বন্দুকধারীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং জেলার লামতাই খুনউ এবং মধুপুর এলাকায় একাধিক হামলা চালায়। এই এলাকাটি রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

জিরিবাম জেলার এক কর্মকর্তার মতে, পেরিফেরাল এলাকায় দুষ্কৃতীরা বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে ফেলেছে। ইতিমধ্যে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানের সহায়তা করার জন্য শনিবার সকালে মনিপুর পুলিশের একটি কমান্ডো দলকে ইমফল থেকে জিডি বামে এয়ারলিফট করা হয়েছিল। অভ্যন্তরীণ মনিপুর লোকসভা আসন থেকে নবনির্বাচিত কংগ্রেস সাংসদ আঙ্গোমচা বিমল আকোইজাম, জিরিবাম জেলার সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে আকোইজাম জানান, ” আমি জিরিবামের জেলা আধিকারিকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন শহরে যা নিরাপত্তা দেওয়া হচ্ছে পেরিফেরাল এলাকায় সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে না।” কর্মকর্তারা জানিয়েছেন প্রায় 239 জন সাধারণ মানুষকে গ্রাম থেকে সরিয়ে আনা হয়েছে। ২৪৯ এর মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ৬ জুন জঙ্গিরা এক ব্যক্তিকে হত্যা করার পর এই স্থানান্তর করা হয়েছে। জিরিবাম জেলার প্রশাসনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউজ জারি করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি জেলার মধ্যে জাতিগত উত্তেজনার সৃষ্টি করেছে।

Related Articles