দেশ
Trending

পাঞ্জাবে বিষ মদে মৃত ২১, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

21 dead in Punjab due to alcohol poisoning, Magistrate-level probe ordered

The Truth Of Bengal : পাঞ্জাবে বিষ মদ খেয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি জেলায় এই ঘটনা ঘটে। পাঞ্জাব পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট ২১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক চর্চা চলছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় যারা দোষী প্রমাণ হবে তাদের রেয়াত করা হবে না। রাজ্যের সব এলাকায় বেআইনি মদের ভাটি ভাঙতে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে অভিযান। রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কীভাবে রাজ্যের কয়েকটি জেলায় বিষমদে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জমি তৈরি রাখা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এক্স হ্যান্ডেলে সরকারের ব্যবস্থা গ্রহণের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এই তদন্ত করবে জলন্ধর ডিভিশনের কমিশনার । সেইসঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র পুলিশ সুপার সহ অন্যান্য শিষ্য কর্তারা তদন্তে অংশ নেবেন। কিভাবে এই বেআইনি মদের ঠিক গড়ে উঠেছিল তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গড়েছে পাঞ্জাব সরকার।

 

FREE ACCESS

Related Articles