কুড়ুলের আঘাতে ২ জনকে খুন, অভিযুক্তকে ডোবা থেকে তুলে গ্রেফতার
2 people were killed by a axe

The Truth Of Bengal : প্রথমে কুদান গ্রামের এক প্রৌঢ়কে কুড়ুল দিয়ে আক্রমণ। তারপর অপর এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে ওই একই অস্ত্র দিয়ে আক্রমন শানায় এক যুবক। গ্রামেপর অন্যান্য বাসিন্দারা তাঁকে দেখতে পেয়ে তাঁর পেছনে ছুটতে শুরু করে তাঁকে পাকড়াও করতে। যদিও গ্রামের কারোরই নাগালে আসেনি ওই যুবক। মহারাষ্ট্রের পাল ঘরের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেতে ওই যুবক সোজা গিয়ে গ্রামেরই এক কাদাভর্তি ডোবায় ঝাঁপ দেন। সেখান থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে নানান কুরুচিকর মন্তব্য করতে থাকেন বলে গ্রামবাসীদের অভিযোগ।
খবর ছড়িয়ে পড়তেই ঘটলনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে ওই ডোবা থেকেই টেনে তোলা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম কিশোর মণ্ডল। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। তবে সূত্রের খবর, আক্রান্ত দুজনেরই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয়।
তারপর থেক ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন তারা। গ্রামবাসীরা জানাচ্ছেন, বিগত দুদিন ধরেই অভিযুক্তকে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে দেখেছিলেন তারা। সেই যুবকই যে এধরণের ঘটনা ঘটাতে পারে সেটা তাদের কল্পনার বাইরে ছিল। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের দাবি। চলছে জিজ্ঞাসাবাদ।
FREE ACCESS