দেশ

কুম্ভমেলা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

2 dead, 11 injured in horrific road accident on way back from Kumbh Mela

Truth Of Bengal: কুম্ভমেলা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তীর্থযাত্রী। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার হামিরপুর জেলার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তীর্থযত্রীর নাম নির্মলা দেবী ও সুরেন্দ্র রানা। তাঁরা হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাঁদের বয়স ছিল প্রায় ষাটের কাছাকাছি। শনিবার তীর্থযাত্রীদের নিয়ে একটি ভ্যান ফিরছিল। হামিরপুর জেলার রথ এলাকায় পৌঁছানোর পর, ভ্যানচালক ঘুমিয়ে পড়েন বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারে ভ্যানটি।

দুর্ঘটনার অভিঘাতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নির্মলা দেবী ও সুরেন্দ্র রানার মৃত্যু হয়। বাকিরা গুরুতর আহত হন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে সুদর্শন, বিপুল শর্মা, জীবনা দেবী, সুধেশ কুমারি, সুনীল কুমারি, কুসুম লতা, চাঁদি, অঞ্জুবালা, অঞ্জনা কুমারি, রক্ষা দেবী এবং শিলারানিকে রথ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে শিলারানি ও তাম্বো দেবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ওরাই মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অভিমন্যু কুমার জানান, “আহতদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের সত্যিই ঘুম এসে গিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles