দেশ
Trending

গরমে নাজেহাল রাজপুতদের রাজ্য, ৫০ ডিগ্রি সেলসিয়াসে মৃত্যু ১৮ জনের

18 people died in Rajasthan at 50 degrees Celsius

The Truth Of Bengal : দেশ জুড়ে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে মানুষ। মরু অঞ্চলে গ্রীষ্মের দহন অন্যান্য অঞ্চলের চাইতে আরও বেশি। ইতিমধ্যেই রাজস্থানের পারদ ৫০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। এই গ্রীষ্মের দহন জ্বালা সহ্য করতে না পেরে রাজপুতদের রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। এত বছরের মধ্যে শেষ কবে মরু রাজ্যের তাপমাত্রা এত লাগাম ছাড়া ছিল তা মনে করতে পারছেন না মরু রাজ্যের সাধারণ মানুষ। রীতিমত আগুনের গোলা রাজস্থান।

জানা গেছে চলতি সপ্তাহে রাজস্থানের ফালোদি শহরের তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে ফালোদি শহরের পরের দিন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস।  ওইদিন রাজস্থানের অন্যান্য জায়গায় যেমন বাড়মেড়ের তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস, জয়সলমীরে ৪৮ ডিগ্রি সেলসিয়াস, বিকানোরে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস, চুরুতে ৪৭ ডিগ্রি, কোটায় ৪৬ ডিগ্রি, জয়পুরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী ৯ দিন এই রকমই আগুনের গোলা থাকবে রাজস্থান। কেবল গরমে নাজেহাল নয়, তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। পরিস্থিতি এতই খারাপ যে রাজস্থান সরকারের পক্ষ থেকে ধৌলপুরে বন্ধ হয়ে যাওয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। গরমের জেরে রাস্তায় বসানো হয়েছে জলীয় বাষ্প ছেটানোর মেশিন। এর আগে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজস্থানে মৃত্যু হয়েছিল ১২ জনের । সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জন।

Related Articles