দেশ

তামিলনাড়ুতে অপহৃত বাংলার ১৬ শ্রমিক! পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার

16 migrant workers abducted in Tamil Nadu Quick rescue by police

Truth Of Bengal: জীবিকার তাগিদে তামিলনাড়ু পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদ ও বীরভূমের ১৬ জন শ্রমিক। কিন্তু কাজের জায়গায় পৌঁছানোর আগেই তাঁরা চরম বিপদের সম্মুখীন হন। অভিযোগ, যে গাড়ি তাঁদের নিতে এসেছিল, সেটিতেই তাঁদের অপহরণ করা হয়। এরপর মুক্তিপণের জন্য পরিবারের কাছে ফোন যায়, যা শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

অপহরণকারীদের মুক্তিপণের দাবি শুনেই শ্রমিকদের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। নবগ্রাম, বহরমপুর ও রামপুরহাট থানার পুলিশ দ্রুত তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে। প্রযুক্তির সাহায্যে ফোনের টাওয়ার লোকেশন খুঁজে বের করা হয় এবং সালেমের এক গোপন আস্তানায় অভিযান চালানো হয়। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় শ্রমিকদের।

উদ্ধার হওয়া শ্রমিকরা আতঙ্কিত। তাঁদের অনেকেই ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবছেন। প্রশাসন শ্রমিকদের নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে পরামর্শ দিয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।

Related Articles