নারী নির্যাতনে অভিযুক্ত দেশের ১৫১ বিধায়ক সাংসদ, দল হিসাবে শীর্ষে বিজেপি
151 legislators and MPs of the country accused of violence against women

Truth Of Bengal : কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য থেকে থেকে দেশ । প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলে । এই পরিস্থিতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যে উঠে এসেছে নারী নির্যাতনে অভিযুক্ত দেশের ১৫১ জন বিধায়ক সাংসদ। এই তথ্যে বেশ কয়েকজন সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। বিগত বিধানসভা ও লোকসভা ভোটের আগে কমিশনের কাছে জমা পড়া প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য উঠে এসেছে । অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কমিশনে মোট ৮,৮০৯ নটি হলফনামা জমা পড়েছে ।
তার মধ্যে ৪,৬৯৩ টি হলফনামা বিশ্লেষণ করে ৩০০ পাতার একটি তথ্য প্রকাশ করেছে এডিআর। সেই তথ্যে দেশের ১৬ জন সাংসদ এবং ১৩৫ বিধায়কের বিরুদ্ধে মহিলাদের নির্যাতনের মামলা রয়েছে। এডিআর রিপোর্ট অনুযায়ী ১৬ জন সংসদ এবং বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এর মধ্যে বাংলার দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের পাঁচজন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।
পশ্চিমবঙ্গে বিধায়ক সাংসদ মিলিয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে ২১ জনের বিরুদ্ধে মামলা নিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা (১৭)। রাজনৈতিক দল হিসাবে শীর্ষ স্থানে রয়েছে বিজেপি (৫৪)। দ্বিতীয় কংগ্রেস (২৩)। তৃতীয় স্থানে রয়েছে তেলেগু দেশম পার্টি(১৭)।