দেশ

১৪দিনের বিচারবিভাগীয় হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের,১২জুলাই পর্যন্ত হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী

14 days judicial custody of Arvind Kejriwal

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি মিলল না।আবারও ১৪দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১২ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শনিবার দুপুর ২টো নাগাদ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার শুনানি হয়।বিচারক সুনেনা শর্মা কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের আর্জি মেনে ১৪ দিনের জেল হেফাজত রাখার নির্দেশ দেন।পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে তাঁকে আদালতে হাজির করা হয়েছিল।

সেসময় সিবিআই দাবি করে,তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না অরবিন্দ কেজরিওয়াল।আরও কিছু তথ্য মেলার জন্য কেজরিওয়ালকে হেফাজতে রাখা প্রয়োজন।ভার্চুয়াল শুনানিতে বিচারক সুনেনা শর্মা এই আদেশ দিয়েছেন।দিল্লির  আবগারি কেলেঙ্কারি ও আর্থিক জালিয়াতি মামলায় ২১মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। ইডি তাঁকে গ্রেফতার করে।ক্ষমতার অপব্যবহার করে দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি করেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।তাই এখন কেজরিওয়ালকে হেফাজতেই থাকতে হবে।

এই অবস্থায় আম আদমি পার্টি সুর চড়িয়ে আবারও অভিযোগ করেছে,কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে আসলে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে হেনস্থা করছেন।বিরোধী শিবিরের কণ্ঠরোধ করার জন্য বিজেপি যে ষড়যন্ত্র করেছে তার শিকার হতে হচ্ছে কেজরিওয়ালকে।সেজন্য কোনওভাবেই দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে ছাড়া পাচ্ছেন না বলে মনে করছেন আপের শীর্ষ নেতারা। এই অবস্থায় কেজরিওয়ালের মুক্তির জন্য তাঁরা লড়াই চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন আপের নেতৃত্ব।

Related Articles