কর্নাটকে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস, মৃত্যু ১৩ জনের
13 dead as bus loaded with pilgrims crashes in Karnataka

The Truth Of Bengal : কর্নাটকে ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। ঘটনায় মৃত্যু ১৩ জনের। পুনে ব্যাঙ্গালুরু জাতীয় সড়কের উপরে গুণ্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। ভোর তিনটে ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর।বেলগাবী থেকে শিবমোগগা দিকে যাচ্ছিল পুণ্যার্থী বোঝাই বাসটি। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিল বাসটি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা। সূত্রের খবর বাসে মোট ১৭ জন যাত্রী ছিলেন। বেশিরভাগ যাত্রী শিবমোগগার বাসিন্দা। চারজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে উদ্ধারকার যে হাত লাগান তারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলেই বাসের ১১ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছয় জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে দুজনের মৃত্যু ঘটে। বাকি চারজনের অবস্থা সংকটজনক। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চালকের গাফিলতি নাকি যান্ত্রিক গোলযোগ দুর্ঘটনার নেপথ্য কারণ কি? উত্তর খুঁজে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারারাত গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন বাসের চালক। স্টিয়ারিং এ বসে সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যে কারণেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।