মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা, মৃত ১০ পুণ্যার্থী
10 pilgrims die in horrific accident on way to Mahakumbh

Truth Of Bengal : মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশ্যে যাত্রার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল একটি বোলেরো গাড়ি। গাড়িটিতে থাকা ১০ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত সকলেই ছত্তিশগড়ের কোরবার বাসিন্দা ছিলেন এবং মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই ঘটে গেল এই ভয়ংকর বিপর্যয়।
দুর্ঘটনার সময় বাসটি মধ্যপ্রদেশের রাজগড় থেকে আসছিল। সংঘর্ষের তীব্রতায় শুধু বোলেরো গাড়িটিই নয়, বাসে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান। তিনি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।