স্বাস্থ্য
Trending

দেশে বেড়ে চলা ক্যান্সারের ঘটনায় ‘WHO’ কী বলছে ?

What is 'WHO' saying about the growing cancer in the country?

The Truth Of Bengal: দেশে দিনের পর দিন বেড়ে চলেছে ক্যান্সারে আক্রমণের সংখ্যা। আর এবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি হিসেব সামনে আনা হল, যেখানে স্পষ্ট বলা হয়েছে বিগত তিন বছরে এই আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও প্রভাবিত হয়েছে। জানা গেছে, এদিন সংসদে এই বিষয়ে প্রশ্ন তোলেন লোকসভার টিডিপি সাংসদ ডাঃ বাইরেড্ডি সাবারি। ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে কেন ? সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এছাড়াও, জেডিপি সাংসদের প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারের মন্ত্রকের তরফে বলা হয়, ২০২২ সালে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৬১,৪২৭। এবং ২০২৩-এ তা সামান্য বৃদ্ধি পেলেও, ২০২৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১৫,৩৩,০৫৫-তে। যদিও, এই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। হু-এর তরফে একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে ক্যান্সারের জেরে ভারতে ৯.১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আর এভাবেই যদি মৃত্যুর হার ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে, তাহলে ২০৫০-এর মধ্যেই ক্যান্সারের জন্য মৃত্যুর নিরিখে ভারত সবথেকে এগিয়ে থাকবে।

প্রসঙ্গত, একাধিক তামাকজাত দ্রব্যের ব্যবহারে ইতি টানার পরামর্শ জনগণকে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মূলত পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। এছাড়াও এর জেরে, পুরুষদের মুখ, ঠোঁটে, ফুসফুসে ক্যান্সার, অপরধিকে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে সার্ভাইকাল ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related Articles