কলকাতারাজ্যের খবরস্বাস্থ্য

মুমুর্ষু রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরও উন্নত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Ambulance Facility in West Bengal

The Truth of Bengal: স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) দৌলতে রাজ্যবাসী চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাচ্ছেন বেসরকারি হাসপাতালে।একইসঙ্গে দূর দূরান্তের রোগীদের হাসপাতালের চিকিত্সা পরিষেবার আওতায় আনার লক্ষ্য নানা উদ্যোগ লক্ষ্যণীয়।  রাজ্যজুড়ে নিখরচায় হাইটেক অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা চালুর উদ্যোগ আগেই চোখে পড়েছে। অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত সেই অ্যাম্বুলেন্স চালু হওয়ায় তা হয়ে উঠেছে ‘মিনি হাসপাতাল’। চালু করা হয়েছে  ৩০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাগ্রস্ত এবং গুরুতর অসুস্থদের নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেবে এই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অ্যাম্বুলেন্সগুলি।

প্রত্যেক জেলা ও স্বাস্থ্যজেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে এগুলি পরিচালিত করার ভাবনা নেওয়া হচ্ছে। এবার স্বাস্থ্যের সুরাহায় যুক্ত হচ্ছে নতুন পরিষেবা। দেশের নানা রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে ডায়াল ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা।আপত্কালীন ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স সার্ভিস বড় সাহায্য করছে রোগীদের। গুজরাট উপকূলে বিপর্যয়ের সময় এই পরিষেবাই প্রাণ বাঁচায় বহু  মানুষের। ফি বছর তামিলনাড়ুতে এই পরিষেবার সাহায্য নিয়ে ভূমিষ্ঠ হয় ২০০ শিশু।

২০০৫-এর ১৫ অগস্ট দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রথম চালু হয় ডায়াল ১০৮ পরিষেবা। বর্তমানে দেশের অন্তত ২০টি রাজ্যে পিপিপি মডেলে চালু ওই পরিষেবা। পশ্চিমবঙ্গেও এ বার ওই পরিষেবা দেওয়ার লক্ষ্যে,কাজ চলছে। ডাকা হয়েছে টেন্ডার স্বাস্থ্যকর্তাদের আশা, সাপে কাটা থেকে শুরু করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো আপৎকালীন পরিস্থিতি কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময়ে নয়া পরিষেবা কার্যকরী ভূমিকা নেবে।সাধারণ মানুষও সরকারি হাসপাতালের উন্নত পরিষেবা,স্বাস্থ্যসাথী কার্ডের মতোই আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস পেয়ে বেশ আশ্বস্ত বোধ করছে।বিপন্ন অবস্থায় রাজ্যের ভাবনাকে তাঁরা সাধুবাদও জানাচ্ছে।

Related Articles