স্বাস্থ্য

রং খেলতে গিয়ে ঢুকে পড়েছে আপনার চোখে রং? জেনে নিন চোখে রং ঢুকলে কি কি সাবধানতা অবলম্বন করেবন

Playing with colors has entered the color in your eyes? Know what precautions should be taken if color gets into the eyes

The Truth Of Bengal: আজ গোটা দেশ জুড়ে রঙের উৎসবে মেতে উঠেছেন সকলে। বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দোল খেলার পর রং চোখের মধ্যে ঢুকে আপনার সমস্যা করছে?  তাহলে জেনে নিন দোল খেলার পর চোখের যত্ন কিভাবে নেবেন।

১। রঙের মধ্যে থাকে নানা বিষাক্তকর ক্যেমিকেল যা আপনার চোখে একবার ঢুকলে আপনার চোখ লালচে রঙের হয়ে উঠবে। বারবার চোখ রগরানোর পরও এই সমস্যা থেকে রেহাই পাবেন না আপনি।  আপনাকে চোখ খোলা রেখে ভালো করে চোখে ঝাপটা নিতে হবে।

২। সব চেয়ে ভালো হয়, রং খেলার আগে চোখে পড়ে নিতে হবে সানগ্লাস। এর ফলে কোনও রঙই আপনার চোখে ঢুকবেনা।

৩। আজ গেল দোল, কাল রয়েছে হলি। রঙের উৎসবে মেতে ওঠার সময় কিন্তু এখনও রয়েছে। যাদের চোখে পাওয়ার আছে তারা এই রঙের দিন গুলতে চোখে ব্যবহার করবেন না লেন্স। এতে চোখে এলার্জি জাতীয় সমস্যা হতে পারে আপনার।

৪। রং মেখে নিজের নোংরা হাত হঠাৎ করে নিজের চোখে দেবেন না। নাহলেই চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়বে।

৫। চোখের পাতা উল্টে তুলো ভিজিয়ে আসতে আসতে মুঝে নিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার চোখের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। দোল তো বলতে গেলে শেষের দিকে তবে হোলি এখনও বাকি। তাই রং খেলার সময় চোখের ক্ষেত্রে মেনে চলুন এইসব সাবধানতা।

Related Articles