ওজন ঝরালেই কর্মীদের উপহার,সাথে মিলবে বোনাস,করবেন নাকি এমন সংস্থায় চাকরি?
Losing weight is a gift to employees

The Truth of Bengal,Mou Basu: চিনের একটি সংস্থা কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্যকর জীবনযাপন করাকে প্রচার করতে অভিনব উপায় বাতলেছে। চিনের নানজিং প্রদেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম কর্মীদের সুস্বাস্থ্যকে প্রাধান্য দিতে ঘোষণা করেছে, বাড়তি মেদ ঝরিয়ে সুস্থ জীবনযাপন করলেই এবার কর্মীদের বোনাস দেবে কর্তৃপক্ষ। নির্দিষ্ট দেহের ওজনের মাপকাঠি যে সব কর্মী ছুঁতে পারবে তাদের বছরে ১০ হাজার ইউয়ান (চিনের মুদ্রা) বা ১৪৪০ মার্কিন ডলার পর্যন্ত বোনাস দেওয়া হবে।
এই বোনাস দেওয়ার জন্য চিনা সংস্থাটি মোট ১,৪০,০০০ হাজার মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে। গত বছর চিনের গুয়াংডং প্রদেশের শেনজেনে অবস্থিত ইনস্টা৩৬০ নামের আরও একটি সংস্থাও কর্মীদের বাড়তি ওজন কমানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল। ১৫০ জন কর্মী সেই উদ্যোগে শামিল হয়েছিলেন। মোট ৯,৮০,০০০ হাজার ইউয়ান বোনাস পেয়েছিলেন তাঁরা।