স্বাস্থ্য

গরমের তীব্র দাবদাহে পোষ্যকে বাঁচাতে কি কি পদক্ষেপ নেবেন জানুন

Learn what steps to take to save your pet in the heat of the summer

The Truth Of Bengal : কাঠফাটা রোদ্দুরে ঝলসে যাচ্ছে গোটা বাংলা। তরমুজ, ডাবের জল, আইসক্রিম, ঠাণ্ডা পানীয়, এসির হাওয়া খেয়ে আপনি হয়ত গরম থেকে একটু হলেও রেহাই পাচ্ছেন। কিন্তু আপনার পোষ্যর কি অবস্থা একবারও ভেবে দেখেছেন। আপনি মুখে বলতে পারবেন এই গরমে আপনার কি কি অসুবিধা হচ্ছে। কিন্তু আপনার পোষ্য কি সেটা পারবে? এই গরমে পোষ্যকে সুস্থ রাখতে জেনে নিন কি করবেন।

১। কুকুর, বিড়াল যাই হয়ে থাকুক না কেন প্রতিদিন আপনি আপনার পোষ্যকে স্নান করান। আপনার ঘরে যদি বেশি লোম ওয়ালা পোষ্য থাকে তাহলে ভাববেন লোম কাটলেই বোধহয় কুকুরের দেহে গরম কম লাগবে, কিন্তু এই ভাবনা একেবারে ভুল। এই লোমই কুকুরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই কখনই গরম কালে কুকুরের বেশি লোম কাটবেন না।

২।  আপনি আপনার পোষ্যকে আপেল, তরমুজের মত ফল খাওয়ান। এই গরমে এইসব ফল নিজে খাওয়ার পাশাপাশি খাওয়ান পোষ্যকেও।

৩। আপনি আপনার পোষ্যকে এই গরমে বেশি পরিমাণে জল খাওয়ান। জল খাওয়ানোর পাত্রটিও ভালো সারাদিনে ভালোভাবে দুবার ধুয়ে নিন।

Related Articles