
The Truth of Bengal: ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে ফলের রাজা। এই ভরপুর গরমে আমের নামেই মেলে খানিক স্বস্তি। আমের স্বাদের ভাগ খুব একটা কেউ দিতে চান না। তবে আমের গুণ কেবল স্বাদেই সিমাবদ্ধ নয়, এর গুণে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। মুখের ডেড সেল নিয়ে অনেকেই সমস্যা ভোগেন। সেই ডেড সেল থেকে মুক্তি পেতে আমের জুড়ি মেলা ভার। এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ আমের পাল্প নিতে হবে। তারসঙ্গে নিতে হবে এক চা চামচ মধু ও এক টেবিল চামচ দুধ।
এই মিশ্রণটি দশ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফলতে হবে মুখ। এছাড়া ত্বকের পোড়াভাব দূর করতে পারে আম। আমে থাকে প্রচুর পরিমানে ভিটামিন। তারসঙ্গে অ্যান্টি ট্যানিং উপকরণও থাকে আমে। সেক্ষেত্রে আমের পাল্পের সঙ্গে গমের আটার সঙ্গে একটু মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে। সেটা মুখে ১৫ মিনিট মেখে রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিলেই পোড়া দাগ থেকে মিলবে সুরাহা। বর্তমানে বাতাসে দূষণের পরিমান বাড়ার প্রভাব পড়ে ত্বকেও। অল্পসময়ে ত্বকের নরমভাব ফেরাতে সাহায্য করে ফলের রাজা আম।
এছাড়া ব্রণর সমস্য থেকে মুক্তি পেতেও আম বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুই টেবিল চামচ দই, দুই চা চামচ মধু। মিশ্রমটি মিনিট ১৫-র জন্য মুখে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেললেই মিলবে ব্রণর হাত থেকে মুক্তি। নিয়মিত ত্বকে আম ব্যবহার করলে এই সমস্ত সমস্যা দূর হতে পারে আপনার জীবন থেকে।