স্বাস্থ্য

এই শীতের রোদেও ট্যান পড়ছে ত্বকে? মুখে মাখতে হবে তেঁতুল, কিভাবে তা জেনে নিন

Even in the sun of this winter tan is falling on the skin? Know how to apply tamarind on the face

Truth Of Bengal: শীতকালের রোদে ট্যান পড়ে না এমন ধারণা যারা রাখেন তারা একেবারে ভুল ভাবছেন। কারণ শীতের মিঠে রোদ সকালের দিকে কম হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ্দুরে ত্বক একেবারেই পুড়ে যাওয়ার মত। এই শীতের সময় অনেকেই বিভিন্ন ধরনের ফেসপ্যাক ক্রিম ব্যবহার করে যাতে রোদে পুড়ে না যায় ত্বক। তবে যদি চান বেশি খরচ খরচা না করে ঘরোয়া উপায়ে ট্যান দূর করতে তাহলে আপনাকে হাতের কাছে নিয়ে নিতে হবে তেঁতুল। কারণ তেতুলের মধ্যে রয়েছে ফসফরাস মিনারেল ম্যাগনেসিয়াম যা ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে । জানুন কিভাবে মাখতে হয় এই তেঁতুল।

১) একটি চামচা করে তেতুল প্রথমে থেতো করে নিতে হবে। তারপর অল্প তেঁতুল নিয়ে তার মধ্যে অল্প হলুদ আর অল্প পরিমাণে বেসন নিয়ে ভালো করে গুলে সেটাকে ফেসপ্যাক তৈরি করতে হবে। এই প্যাক প্রথমে সাদা মুখে আর ঘাড়ে ভালো করে মেখে নিতে হবে তারপর মিনিট দশকের মত রেখে দিতে হবে মুখে। এরপর পরিষ্কার জলে সেই প্যাক ধুয়ে ফেলতে হবে এই ফেসপ্যাক ত্বকের মধ্যেকার কালকে দাগ গুলো দূর করবে। এমনকি যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে এই ফেসপ্যাক বেশি উপকারী।

২) প্রথমে তেতুল থেঁতো করে তার মধ্যে ব্রাউন সুগার আর পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে তোকে লাগিয়ে নিতে হবে। এটি আসলে তোকে স্ক্রাব হিসেবে কাজ করে। এর ফলে ত্বকের মৃত কোষগুলি দূর হয়। তোকে মহিলা দূর করতে চিনির ব্যবহার করে অনেকে। তোকে মসৃণ আর উজ্জ্বল করে চিনি। তবে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে বেকিং সোডার গুরুত্ব কম কিছু নয়।

৩) প্রথমেই কিছু পরিমাণ তেতুল নিয়ে তা গরম জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে সেই সেই তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো তারপর সেটাকে ভালো করে মিক্সড করে ত্বকে লাগিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণ ত্বকের মধ্যে রাখতে হবে ১৫ মিনিটের মত। ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাক সপ্তাহে দুবার ত্বকের জন্য ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।

Related Articles