স্বাস্থ্য

সাবধান! ট্যাটু করার আগে দশবার ভাবুন

Be careful! Think ten times before getting a tattoo

Truth Of Bengal: ট্যাটুর কালি থেকে বাড়ে ত্বক ও লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ও সার্দান ডেনমার্কের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল রিসার্চের গবেষকদের করা যৌথভাবে করা গবেষণা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ট্যাটুর কালির কী প্রভাব শরীর স্বাস্থ্যর ওপর পড়ে তা নিয়ে গবেষণা চালানো হয়।

গবেষকরা দেখেন, ট্যাটু করার সময় যেখানে সূচ ফুটিয়ে কালি ঢোকানো হয় সেখানেই কালি থাকে না লিম্ফের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই কালি। লিম্ফনোডে জমা হয় কালি। রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিম্ফনোড। সংক্রমণের বিরুদ্ধে কড়া প্রতিরোধ করে লিম্ফনোড। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় লিম্ফনোড।

কিন্তু লিম্ফনোডে ট্যাটুর কালি জমা হলে প্রচণ্ড ফুলে যায়। গবেষকরা বলেন, লিম্ফনোডে ট্যাটুর কালি জমা হলে প্রচণ্ড ফুলে যায়। কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায়। গবেষকরা দেখেন, ট্যাটু করা ব্যক্তিদের মধ্যে ৬২% আশঙ্কা রয়েছে ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার। ট্যাটুর সাইজের ওপর নির্ভর করে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। যত বড়ো আকারের ট্যাটুর আকার তত বড়ো ঝুঁকি রয়েছে ত্বকের ক্যানসার হওয়ার।

Related Articles