স্বাস্থ্য

গরম থেকে মুক্তি পেতে বারবার স্নান? একদম করবেন না, করলে যা হবে তা এক নজরে দেখেনিন

The Truth Of Bengal: চৈত্র মাস শেষ হতে আর কয়েকদিন বাকি, এর মধ্যে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসি। তবে চলতি সপ্তাহে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে অল্প হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। কিন্তু এই সুখের দিন আবারও শেষ হবে শীঘ্রই এমনটায় আভাস আবহাওয়া দফতরের। বিশেষজ্ঞরা আগেই বলেছিল ২০২৩ এর চাইতেও চলতি সপ্তাহে গরম আরও বেশি পড়বে দেশ জুড়ে।সেই অনুযায়ী সত্যি চৈত্র মাসে যে হারে গরম পড়েছে তাতে তেতেপুড়ে নাজেহাল রাজ্যবাসী। এই গরম থেকে মুক্তি পেতে আপনি বারবার স্নান করছেন? জানেন কি বার বার স্নান করলে গরম থেকে মুক্তি পেলেও আপনি আপনার শরীরের জন্য কি কি ক্ষতি ডেকে আনছেন? জানুন এই প্রতিবেদনে।

১। শরীরে যেমন ক্ষতিকর ব্যক্টেরিয়া আছে তেমনি কিছু ভালো ব্যক্টেরিয়াও রয়েছে। যা আপনার দেহ থেকে ত্বককে নানা রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। স্নান করার সময় আপনি যে সাবান এবং অন্যান্য প্রসাধন সামগ্রী ব্যবহার করেন তার জেরে আপনার দেহ থেকে ধুয়ে যায় ভালো ব্যক্টেরিয়া।

২। বারবার স্নান করলে ত্বকের নিজেস্ব তৈলাক্ত ভাব কমে যায়। বেশি করে স্নান করলে আপনার ত্বক বেশি আর্দ্র হয়ে যাবে। তাই স্নান বেশি করে স্নান করা একদম ঠিক নয়।

৩। আপনার কি খুব সেনসিটিভ ত্বক? তাহলে দিনে অনেকবার করে কখনই স্নান করা উচিত নয়। এমনটায় জানিয়েছে চিকিৎসকরা। ত্বকের সমস্যা আরও বেরে যায়। আর যদি আপনি প্রতিদিন শাওয়ারে স্নান করে থাকেন তাহলে তা আপনার ত্বকের পাশাপাশি ক্ষতি করবে চুলেরও।

 

Related Articles