কড়া রোদে তৃষ্ণা মেটাতে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
Are you drinking water in a plastic bottle to quench your thirst in the hot sun? Unknowingly bringing danger

The Truth Of Bengal, Mou Basu : অনেকেই বাইরে যেখান সেখান থেকে কেনা জল খান না। বাড়ির থেকে প্লাস্টিকের বোতলে ভরে জল সঙ্গে রাখেন। এবার এই প্রবল গরমে কাজেকর্মে বাইরে বেরিয়ে জল তেষ্টা তো পাবেই। সে তো খুব সাধারণ বিষয়। রোদে বেরিয়ে গলা ভেজাতে প্লাস্টিকের বোতল খুলে ঢকঢক করে জল খাচ্ছেন। জানেন, নিজের অজান্তেই কত বড়ো ক্ষতি ডেকে আনছেন?
সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, সূর্যের আলোর সংস্পর্শে আসলেই প্লাস্টিকের বোতলে নানা রকম রাসায়নিক বিক্রিয়া হয়। প্লাস্টিকের বোতল থেকে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বেরোয়। এসব রাসায়নিক পদার্থ ঘরের তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যায়। জ্বালানি, রঙ, ক্লিনিং প্রোডাক্টে মেলে এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। জলের বোতল ও খাবারের কন্টেইনার যে প্লাস্টিক দিয়ে তৈরি হয় তার মধ্যেও থাকে এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড।
সাম্প্রতিক গবেষণা চালাতে গিয়ে চিনা বৈজ্ঞানিকরা ৬ রকমের জলের বোতল রোদে রাখেন। সূর্যের অতিবেগুনী রশ্মির সংস্পর্শে আসার পরই ওই সব প্লাস্টিকের বোতল থেকে নানান রকম ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বেরোয়। এগুলির মধ্যে ছিল ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত টক্সিক ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড n-hexadecene ও। গবেষণায় ব্যবহৃত সব প্লাস্টিকের বোতলই তৈরি হয়েছে পলিথিলিন টেরেফথালেট বা পেট দিয়ে। সাধারণ এই প্লাস্টিকের বোতল থেকে নির্গত ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের মাত্রা ও কম্পোজিশন কিন্তু আলাদা আলাদা ছিল। রোদের সংস্পর্শে আসলেই প্লাস্টিকের বোতল থেকে নির্গত ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ফোটোডিগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে বেরোয়। প্লাস্টিক এখন আকাশে বাতাসে, স্থলে, জলে এমনকি বরফের রাজ্যেও বহাল তবিয়তে ছড়িয়ে ছিটিয়ে আছে। দীর্ঘ সময় ধরে প্লাস্টিকের কণা শরীরে ঢুকলে হরমোনের গন্ডগোল, ক্যানসার থেকে শুরু করে নানান রকম অসুখ হতে পারে। তাই আমাদের অবিলম্বে সতর্ক ও সচেতন হতে হবে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Eco-Environment & Health নামক জার্নালে।