আপনার কি স্ট্রোকের সম্ভাবনা আছে? একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে জেনে নিন
Are you at risk of stroke? Find out with a little test

The Truth Of Bengal, Mou Basu : সামান্য রক্তের পরীক্ষার মাধ্যমে ৬টি পৃথক ইনফ্লেমেটরি ইন্ডিকেটরের সাহায্যে জানা যাবে স্ট্রোকের ঝুঁকি আছে কিনা। লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ার মেডিক্যাল গবেষকরা এই গবেষণা চালান। Stroke নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। গবেষকরা জানান, রক্তের কোলেস্টেরলের পরীক্ষা যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা আছে তা জানায় তেমনই রক্তে ইনফ্লেমেটরি প্রোটিন ইন্টারলিউকিনের পরিমাপকে মার্কার হিসাবে বেছে নেওয়া হয়েছে।
গবেষকদের, এখনো পর্যন্ত স্ট্রোক হওয়ার পর পরে আর কতটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তা এমআরআই স্ক্যান, রোগীর পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপের সমস্যা, এসব দেখে ডাক্তাররা চিহ্নিত করেন। কিন্তু আগে থেকে কখনো স্ট্রোকের ঝুঁকি বোঝা যায় না। লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ার নিউরোলজিস্ট জেসন হিনম্যান জানান, কোলেস্টেরলের পরীক্ষার মাধ্যমে যে রকম হার্ট অ্যাটাকের ঝুঁকি জানা যায় তেমনই স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না।’ রক্তে ইনফ্লেমেটরি প্রোটিন ইন্টারলিউকিনের সঙ্গে কতটা ইনফ্লেমেটরি রাসায়নিক যুক্ত রয়েছে তার পরিমাপ করা হয়েছে গাণিতিক মডেলের সাহায্যে। এই গাণিতিক মডেলে স্কোর বেশি হলে স্ট্রোকের ঝুঁকি বেশি আছে।