চিকিৎসা ক্ষেত্রে এআই বিপ্লব! এবার অস্ত্রোপচার করবে মাকড়শা দিয়ে তৈরি রোবোট
AI revolution in medicine! This time, a robot made of spiders will perform surgery

Truth Of Bengal: তেলঙ্গানার ওক্সেন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক অভিনব পরিবেশবান্ধব সার্জিক্যাল রোবোট তৈরি করেছেন, যা দেখতে একেবারে মাকড়শার মতো। এই রোবোট তৈরিতে ব্যবহার করা হচ্ছে মৃত মাকড়শার এক্সোস্কেলিটন ও প্রাকৃতিক সিল্ক। ভারী ধাতু ও প্লাস্টিকের বদলে এই জৈব উপাদান ব্যবহার করে রোবোটটিকে সম্পূর্ণ পরিবেশবান্ধব রূপে গড়ে তোলা হচ্ছে।
তেলঙ্গানার ওক্সেন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় রোবোটটি বানানো হচ্ছে। এতে মৃত মাকড়শার বাইরের কাঠামো বা এক্সোস্কেলিটন ব্যবহার করা হচ্ছে। এটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচার করতে পারবে।
গবেষক হেমচন্দ্রন কে বলেন, বর্তমানে হার্ট, চোখ, মস্তিষ্ক, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রীরোগ ও ক্যানসার অস্ত্রোপচারে রোবোটিক প্রযুক্তির চাহিদা বেড়েছে। এই মাকড়শা-রোবোটটি সফলভাবে হার্ট ও চোখের অস্ত্রোপচারে দক্ষতা দেখিয়েছে। এমনকি ব্রেন টিউমার অপারেশনেও এটি ব্যবহারযোগ্য।
এর অন্যতম বৈশিষ্ট্য হল—টেলিসার্জারির সুবিধা, অর্থাৎ দূর থেকে চিকিৎসকরা রোবোটটি নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার চালাতে পারবেন। এই প্রযুক্তির ফলে অস্ত্রোপচারের সময় ত্রুটির আশঙ্কা কমবে বলে জানিয়েছেন বিজ্ঞানিরা। সময় বাঁচবে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ভবিষ্যতের চিকিৎসাক্ষেত্রে এই মাকড়শা-রোবোট এক নতুন বিপ্লব আনবে।