বাস্তু অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমোনো সঠিক
According to Vastu, which direction to sleep with the head is correct

The Truth of Bengal, মৌ বসু : সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। কিন্তু পর্যাপ্ত ঘুমের জন্য সঠিক দিকে মাথা দিয়েও জরুরি। কারণ, ঘুম কম হওয়ার কারণ যেমন ঠিক ভাবে না ঘুমোনোও কারণ তেমনই সঠিক দিকে না ঘুমোনোও দায়ী। বাস্তু অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমোনো সঠিক—-
১) পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো সঠিক। পূর্ব দিকে সূর্য ওঠে। তাই ইতিবাচক মনোভাব বজায় রাখতে ও সুস্বাস্থ্যের জন্য পূর্ব দিকে ঘুমোনো সঠিক। এতে জ্ঞান বাড়ে, স্মৃতিভ্রংশ রোগ প্রতিরোধ হয়। এনার্জেটিক থাকে। পড়াশোনার জন্যও ভালো।
২) পূর্ব দিকের মতোই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোনোও জরুরি। এদিকে মাথা রেখে ঘুমোলে সম্পদ বৃদ্ধি হয়। শরীর স্বাস্থ্য ঠিক থাকে। পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে বিপরীত পোলার এফেক্ট তৈরি হয়। মাথার যন্ত্রণা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৩) পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব পড়ে মানুষের শরীরের ওপরও। উত্তর দিকে মাথা রেখে ঘুমোলে রাতে বেশি দুঃস্বপ্ন দেখা হয়ে থাকে। মানুষের শরীরেও নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে। পৃথিবীর মেরুর মতোই মাথা হল উত্তর মেরু আর পা দক্ষিণ মেরু। উত্তর দিকে পা রেখে ঘুমোনো সঠিক।
৪) পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো সঠিক নয়। কারণ, সূর্য অস্ত যায় পশ্চিম দিকে। এনার্জি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে শরীরে এনার্জি সরবরাহ ব্যাহত হয়। ক্লান্ত লাগবে। মনঃসংযোগ বিঘ্নিত হবে।
ঘুমোতে যাওয়ার আগে বাস্তু অনুযায়ী কী কী করবেন না
ঘুমোতে যাওয়ার ঠিক আগে চুল আঁচড়াবেন না। খোলা চুলে ঘুমোবেন না। এনার্জি সরবরাহ ব্যাহত হয়। তাই চুল বেঁধে নিন। চুল বা নখ কাটবেন না। মনে করা হয়, রাতে মালক্ষ্মী ঘুরে ঘুরে বাড়িতে ঘুরে বেরান তাই ঝাঁট দেবেন না।