‘সাইলেন্ট কিলার’ প্যাসিভ স্মোকিংয়ে বাড়ছে ফুসফুসের রোগ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
Passive smoking causes lung diseases

Truth of Bengal: আপনার ধুম্রপান ক্ষতি করছে আপনার আশেপাশের এবং পরিবারের সদস্যদের। হ্যাঁ গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। করোনা পরিস্থিতিতে প্রায় সকলেরই শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক ভেঙে পড়েছে। করোনায় ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার পর এখন প্যাসিভ স্মোকিং এখন ‘সাইলেন্ট কিলার’ বা নীরব ঘাতক হয়ে দেখা দিয়েছে। শিশু থেকে বয়স্ক, প্রায় সব বয়সি মানুষের মধ্যেই ফুসফুসের রোগ বাড়ছে।
কলকাতার সিএমআরআই হাসপাতালের ডাক্তার শ্যাম কৃষ্ণন জানান, প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং অর্থাৎ যারা ধূমপান করেন না তাদের ক্ষেত্রে ফুসফুসের ওপর দীর্ঘমেয়াদি কুপ্রভাব পড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্যাসিভ স্মোকিংয়ে ননস্মোকার বা যারা ধূমপান করে না তাদের ক্ষেত্রে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। শিশুরা ধূমপানের সবচেয়ে বেশি ক্ষতির ভার বহন করছে। শিশুদের ক্ষেত্রে ফুসফুস কমজোরি হয়ে যাচ্ছে। কাফ, সর্দিকাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার আশঙ্কা বাড়ছে। প্যাসিভ স্মোকিংয়ের জেরে শিশুদের মধ্যে অ্যাজমার সমস্যা দেখা দিচ্ছে।
অন্যদিকে, বিশ্বজুড়ে স্মোকিংয়ের জেরে ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। eClinicalMedicine নামক জার্নালে প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর গবেষণাপত্র। গবেষণা চালান বেঙ্গালুরুর সেন্ট জনস মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক। ফিল্টার্ড ও নন ফিল্টার্ড সিগারেটের ধোঁয়ার জেরে বাড়ছে ইসকেমিক স্ট্রোক ও ইন্ট্রাসেরিব্রাল হেমারেজের আশঙ্কা। ধূমপানের জেরে মস্তিষ্কের রক্তনালি ফেটে যাচ্ছে। বয়স্কদের তুলনায় ৫০ বছরের কম বয়সি যারা দিনে ২০টার বেশি সিগারেট খায় তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।