কেন দেবী জগদ্ধাত্রীর পায়ের তলায় হাতির কাটা মুণ্ড থাকে
Why is there a severed elephant head at the feet of Goddess Jagaddhatri

Truth of Bengal: দেবী জগদ্ধাত্রী হলেন আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার আরেক রূপ। তিনি গোটা জগৎ সংসারকে ধারণ করে রেখেছেন বলেই তাঁর নাম দেবী জগদ্ধাত্রী। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর ৪ হাতে থাকে শঙ্খ, চক্র, বাণ ও ধনুক। গলায় থাকে যাগযজ্ঞোপবীত। দেবীর বাহন সিংহ করীন্দ্রাসুররূপী হাতির পিঠে আসীন। দেবীর গায়ের রঙ নবোদিত সূর্যের মতো। দেবীর পায়ের তলায় হাতির কাটা মুণ্ড থাকে।
কিন্তু কেন? আসলে দেবী জগদ্ধাত্রী দেবতাদের অহংকাররূপী অসুরকে বধ করেন। মহিষাসুরকে দেবী দুর্গা বধ করার পর অগ্নিদেব, বরুণদেব, পবনদেব ও চন্দ্রদেব অহংকারী হয়ে ওঠেন।তাঁরা মনে করতে শুরু করেন দেবী দুর্গা আসলে তাঁদের সম্মিলিত শক্তির প্রকাশ। মহিষাসুর ব্রহ্মার বর পান। তাঁকে কোনো পুরুষ দেবতা বধ করতে পারবেন না, এই বর পান। সে কারণে দেবী দুর্গার প্রয়োজন পড়ে ছিল বলে মনে করেন ওই ৪ দেবতা।
তাঁদের মনে হয় আসলে মহিষাসুরকে বধের কৃতিত্ব তাঁদেরই। তাঁদের ছাড়া দেবী দুর্গা অসুর বধ করতে পারতেন না। দেবতাদের দম্ভ চুর্ণ করতে একটা তৃণখণ্ড দেবী তাঁদের দিকে ছুড়ে দেন। দেবতারা তা ধ্বংস করতে ব্যর্থ হন। তখন ৪ দেবতার সামনে দেবী জগদ্ধাত্রী আবির্ভূতা হয়ে নিজের পরিচয় দেন। দেবতাদের মনের অহংকারকে হাতিরূপে কল্পনা করা হয়েছে। তাই দেবী জগদ্ধাত্রীর পায়ের তলায় হাতির কাটা মুণ্ড থাকে। সংস্কৃত ভাষায় করী শব্দের অর্থ হাতি। সে কারণে দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুরকে বধ করেন।