প্রযুক্তিফিচার

এবার থেকে আপনার নিরাপত্তার দায়িত্ব নেবে রোবট

Singapore Robot Police

Story Highlights
  • সিঙ্গাপুরের বিমানবন্দর
  • পুলিশ রোবট

The Truth of Bengal: বিমানবন্দরে বাড়তি পুলিশের উপস্থিতি নিশ্চিত করা ও পর্যবেক্ষণকারীর সংখ্যা বাড়াতে সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট! এই রোবটগুলোকে নিজেদের নতুন ‘প্রযুক্তিগত হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর পুলিশ বাহিনী। সম্পূর্ণ প্রসারিত অবস্থায় এদের উচ্চতা ৭ ফুটেরও বেশি ও ৩৬০ ডিগ্রি ভিশন, অর্থাৎ চতুর্দিকে দেখার ক্ষমতাসম্পন্ন এই বিশেষ বস্তুটি যেকোনো অপোরাধিকে ভাবাতে বাধ্য করবে।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত ও অত্যাধুনিক করার লক্ষ্যে সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট। এই প্রযুক্তিকে প্রযুক্তিগত হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর পুলিশ বাহিনী। সম্পূর্ণ প্রসারিত অবস্থায় এদের উচ্চতা ৭ ফুটেরও বেশি। ৩৬০ ডিগ্রি ভিশন অর্থাৎ সবদিকে নজর রাখার ক্ষমতা রয়েছে এই রোবটের। আপাতত সিঙ্গাপুর পুলিশ বাহিনী এই দুটি রোবটকে ব্যবহার করছে চাঙ্গি বিমানবন্দরে। পাঁচ বছরের ট্রায়ালের পর ব্যবহার করা হচ্ছে রোবটদুটিকে। গত এপ্রিল মাস থেকে চাঙ্গি বিমানবন্দরে টহল দিচ্ছে এই দুটি রোবট।

ভবিষ্যতে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি জুড়ে বিভিন্ন স্থানে ফ্রন্টলাইন পুলিশ অফিসারের সংখ্যা বাড়াতে আরও রোবট নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। জানা গিয়েছে, কোনো ঘটনা ঘটলে রোবটগুলি তাদের নিজস্ব সংকেত ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে পুলিশ না আসা পর্যন্ত। তাছাড়া সাধারণ মানুষও এই রোবটের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুক্রবার সিঙ্গাপুর পুলিশ বাহিনী জানায়, শহর ও রাজ্যগুলোতে ক্রমেই এই ধরনের আরও রোবট নিয়োগ করা হবে। বিমানবন্দর পুলিশের সুপারিনটেনডেন্ট এবং অপারেশনস হেড লিম কে ওয়েই বলেন, রোবটিকস যুক্ত করায় আমাদের ফ্রন্টলাইন কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতা বাড়বে।

Related Articles