ফিচার
Trending

রামলালার কপালে পড়বে সূর্যের রশ্মি! রাম নবমীতে আর কী কী চমক থাকছে অযোধ্যায়?

Ramlala will fall on the forehead of the sun! What other surprises are there in Ram Navami in Ayodhya?

The Truth Of Bengal : এবারের রাম নবমীতে সূর্যের আলো একেবারে সোজা স্পর্শ করবে রামলালার কপাল। সিদ্ধান্ত মন্দির কতৃপক্ষের। ইতিমধ্যেই এই নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। চলছে গবেষণা। আর মাত্র হাতে গোনা করেকদিন বাদেই রামনবমী। সেই দিনে এবার অযোধ্যার রামমন্দিরে হতে চলেছে রামলালার সূর্য অভিষেক।৫ বছরের শিশু রামলালার কপালে এসে পড়বে সূর্যের রশ্মি। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কতৃপক্ষ। এই নয়া উদ্যোগ ভালোভাবে সম্পন্ন করতে দফায় দফায় চলছে আলোচনা।

কিভাবে প্রস্তুতি পর্ব নেওয়া হবে সেই নিয়েও গবেষণা করা হচ্ছে। বেশ কিছু বিশেষজ্ঞদের আলোচনার জন্য রুর্কি থেকে নিয়ে আসা হয়েছে অযোধ্যায়। আগামী ৯ এপ্রিল রয়েছে রামনবমী। রামনবমীর অনুষ্ঠান চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। সেই সময় রামলালার সূর্য অভিষেকের অনুষ্ঠান করা হবে। সূর্য রশ্মি সরাসরি যাতে রামলালার কপালে কে স্পর্শ করতে পারে তার জন্য বিশেষ মানের আয়না আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দুটি আয়না উপরের তলায় এবং বাকি দুটি আয়না নিচের তলায় আনার পরিকল্পনা করা হচ্ছে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন কোনারকের সূর্য মন্দিরের মত রামলালার গর্ভগৃহে সূর্য রশ্মি যাতে প্রবেশ করে। এই নিয়ে প্রধানমন্ত্রী আগেই আলোচনা করেছেন মন্দির ট্রাস্টের সঙ্গে। প্রধান মন্ত্রীর সেই স্বপ্ন এবার পূরণ হওয়ার লক্ষে।

Related Articles