মনের কথা শুনছে ইলনের ব্রক্ষ্মাস্ত্র, সৃষ্টির ব্রক্ষ্মান্ডে সাড়া ফেলল মাস্ক
Elon's Brakshastra listens to the mind, the mask responds to the Brakshamand of creation

The Truth of Bengal: সুকুমার রায় ফুটোস্কোপ দিয়ে মগজের ঘি-এর ভেজাল মাপতে চেয়েছিলেন৷ মগজের ক্ষুরধার বুদ্ধি আর মেধার মাস্টারপিস সেসময় প্রকাশ না পেলেও আধুনিক যুগে সেই বুদ্ধিমত্তার যেন নবজন্ম হচ্ছে। আমরা জানি,ফেলুদার মগজাস্ত্র কত ধারালো ছিল। এই ডিজিটাল যুগে সেই মগজের ওপর কত না পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। অর্ধশতকে প্রযুক্তির অভাবনীয় উন্নতি সত্যিই লক্ষ্যণীয়।
মোবাইল থেকে কম্পিউটার, মহাকাশ গবেষণা থেকে চিকিত্সা জগত সর্বত্র উল্কার গতিতে মানব –মেধার বৈপ্লবিক অগ্রগতি হচ্ছে।যার মাঝে নতুন চমক ইলন মাস্কের মগজাস্ত্র।স্টার্ট আপ নিউরোলিঙ্কের তথ্যে স্পষ্ট, মানুষের মনের কথাও শুনতে তৈরি ইলন মাস্কের এক্সপেরিমেন্ট।
মাস্কের স্টার্ট আপ ‘নিউরোলিঙ্ক’ এক্স হ্যান্ডলে যে ছবি সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে, পক্ষাঘাতগ্রস্ত এক রোগী নিউরোলিঙ্কের মস্তিষ্কের যান্ত্রিক সংযোজনের মাধ্যমে সব বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। দীর্ঘদিন ধরেই নিউরোলিঙ্ক একটি ব্রেন-কম্পিউটার তৈরির চেষ্টা করছে। সে খবর তারা আগেই জানিয়েছিল। তাই এই ব্রক্ষ্মাস্ত্র বিশ্বব্রক্ষ্মান্ডের সৃষ্টির আলো ফেলছে।কৃত্রিম বুদ্ধিমত্তার মতোই এই নিউরোলিঙ্কের আবিষ্কার মানবসভ্যতার দুঃসাহসী মাণোন্নয়নে সাহায্য করবে বলে অনেকের আশা।