ফিচার

৫০ বছর পর হবে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কবে জানুন

Longest Total Solar Eclipse in 50 Years, Know When

The Truth Of Bengal: বিজ্ঞান নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। আর তা যদি হয় সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে তাহলে তো মানুষ ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ তথ্য জানতে। আগামী মাসে হতে চলেছে ৫০ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যা দীর্ঘ সময় স্থায়ী থাকবে। বিজ্ঞানী মহল সূত্রে খবর, আগামী মাসের ৮ তারিখে যে সূর্যগ্রহণ হবে যা গত পঞ্চাশ বছরে সবচেয়ে বৃহত্তম। চাঁদের ছায়া সম্পূর্ণরূপে আড়াল করবে সূর্যকে। দিনের বেলাতেও নামবে ঘুটঘটে অন্ধকার। এই গ্রহণের স্থায়িত্ব হবে সাড়ে সাত মিনিট।

গত ৫০ বছরে প্রথমবার এক মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করবে মানুষ। তবে ভারত থেকে এই দৃশ্য দেখতে পাওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১ টা ০৭ মিনিটে সর্বপ্রথম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ চাক্ষুষ করতে পারবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। পরবর্তীকালে উত্তর-পূর্ব দিকে চাঁদের ছায়ার সরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে আনুমানিক দুপুর ১ বেজে ২৭ মিনিটে গ্রহণ দেখা যাবে। এরপর ধীরে ধীরে এই গ্রহন দেখতে পারবেন পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, উত্তর আমেরিকা কানাডা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, মধ্য আমেরিকা, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর-পশ্চিম অঞ্চল।

প্রসঙ্গত, বিজ্ঞান মতে, পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হল বিরল মহাজাগতিক এক ঘটনা। প্রকৃতির নিয়ম অনুযায়ী, প্রায় ১৮ মাস অন্তর একটি করে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়। উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন পৃথিবী চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখায় আসে, তখন পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে চাঁদ, ঠিক তখনই হয় গ্রহণ। চাঁদের ছায়ায় সূর্য সম্পূর্ণরূপে ঢেকে গেলে তখন হয় পূর্ণগ্রাস গ্রহণ। এবার আগামী ৮ ই এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণে দেখতে পাবে সাধারণ মানুষ।

Related Articles