৬ মাস ধরে ১০০ জনের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল এই মেশিন গান! খরচ কত পড়েছে জানেন?

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ছবি অ্যানিমাল-এর অ্যাকশন সিকোয়েন্সগুলি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে, সিনেমার বিরতির আগের ১৮ মিনিটের রোমহর্ষক দৃশ্যে দেখা যায়, মুখ্য চরিত্র রণবীর কাপুর তার হাতের একটি বিশালাকার মেশিনগান দিয়ে শত্রুদের ঝাঁজরা করে দিচ্ছেন। এই মেশিনগানটিই ছবিটিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে।
প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজন সম্প্রতি এই মেশিনগানের নেপথ্যের গল্প ফাঁস করেছেন। তিনি জানান, “যখন যন্ত্রটা বানিয়েছিলাম, তখন পরিচালক সন্দীপ রেড্ডির ভাবনার কথা মাথায় রেখেছিলাম। ভাবিওনি যে ছবি রিলিজ কররা পর ওই মেশিনগান নিয়ে এত চর্চা হবে। তৈরি করতে সময় লেগেছিল ৫ থেকে ৬ মাস। প্রথম কনসেপ্ট ডিজাইন ছকে নিয়ে তারপর ধাপে ধাপে বানানো হয় ওই অস্ত্র। এরকম একটা জিনিস বানাতে চেয়েছিলাম যা বাজারে কোথাও পাওয়া যায় না। তাই কোনও রেফারেন্সও পাইনি তৈরির সময়ে। একশোরও বেশি মানুষ হাত লাগিয়েছিল ওই মেশিনগান বানাতে। ওজনও ৫০০ কেজির উপর।”
মেশিনগানটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৫০০ কেজি স্টিল। এর আকৃতিও বেশ অদ্ভুত। চকচকে, ঝকঝকে এই মেশিনগানটি দেখে মনে হয় যেন এটি কোনো ফ্যান্টাসি ছবির দৃশ্য থেকে নেওয়া হয়েছে। তবে এটি কিন্তু বাস্তব। সম্পূর্ণ ভারতীয় পরিবেশে তৈরি এই মেশিনগানটি ছবিটির সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।