১৪ জুন মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’, ঘোষণা করলেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে এই ছবি। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।
কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিটির নতুন পোস্টার প্রকাশ করে এই খবর জানিয়েছেন। পোস্টারে কঙ্গনার মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক সবার নজর কেড়েছে।
ছবিটি পরিচালনার দায়িত্ব কঙ্গনা নিজেই নিয়েছে। তিনি জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’
কঙ্গনা আরও জানান, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। এমার্জেন্সি ছবিতে এগুলোকেই তুলে ধরা হবে।’