বিনোদন

সিনেমায় অভিনয় করার পর একটু মোটা হয়ে গিয়েছেন সৌমিতৃষা, ছবি দিতেই জানালেন নেটিজেনরা!

 

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মাধ্যমে একরাতেই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পরও মিঠাই হিসেবেই তিনি চিহ্নিত হন।

তবে এবার মিঠাই হিসেবে নয়, সৌমিতৃষা কুণ্ডু হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অভিনেত্রী। ইতিমধ্যেই তিনি বড়পর্দায় অভিষেকের জন্য প্রস্তুত। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করবেন তিনি। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘প্রধানী’।

‘প্রধান’ ছাড়াও সৌমিতৃষার হাতে আরও একটি ছবির কাজ রয়েছে। তবে সেই ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

সোমবার ‘মিঠাই’-এর পুনঃসম্প্রচারের খবর সামনে আসতেই সৌমিতৃষা বলেন প্রথমে ভেবছিলেন ‘মিঠাই-২’ আসছে। কিন্তু পরে জানতে পেরে বেশ খুশি হন তিনি।

সৌমিতৃষা বলেন, “মিঠাই-এর পুনঃসম্প্রচারের খবর শুনে আমি বেশ খুশি। দর্শকদের ভালোবাসার জন্যই এই ধারাবাহিক এতদিন চলেছে। তারাই আমাদের আবার একসঙ্গে দেখতে চায়। তাই আমিও এই খবর শুনে বেশ উত্তেজিত।”

তিনি আরও বলেন, “আমি এখনও বড়পর্দায় অভিষেক করিনি। কিন্তু আমি আশা করি, ‘প্রধান’ ছবিটি দর্শকদের ভালো লাগবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

Related Articles