বিনোদন
সালমানকে দেখেই তাকে জড়িয়ে ধরলেন অভিষেক! ‘ঐশ্বর্য এফেক্ট’ কি?

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারে অশান্তির খবর এখন সবার মুখে মুখে। ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। এর মাঝে সলমন খানের সঙ্গে অভিষেকের কোলাকুলি নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।
অভিষেক বচ্চন এবং সলমন খান দুজনেই বলিউডের দুই জনপ্রিয় তারকা। সলমন খান একসময় ঐশ্বর্যার প্রেমিক ছিলেন। তবে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৭ সালে অভিষেকের সঙ্গে বিয়ে করেন ঐশ্বর্যা।
ঐশ্বর্যা রাই বচ্চনের ৫০তম জন্মদিনকে ঘিরে তাদের বিচ্ছেদের জল্পনা আরও বেড়ে যায়। ঐশ্বর্যার জন্মদিন পালন নিয়ে কোনও অনুষ্ঠান হয়নি। তিনি মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যার সঙ্গে দিনটি কাটান।