সবার সামনে সেটেই শ্বেতাকে চড় মারেন জয়া! আসল ঘটনা কী? জানালেন করণ জোহার

বিনোদন দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন নিয়ে। জোর গুঞ্জন, দাম্পত্য কলহের জেরে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। এই নিয়ে টিনসেল টাউনে নানা গুজব ও আলোচনা চলছে।
এই গুঞ্জনের মধ্যেই বচ্চন পরিবারের আরেক সদস্য জয়ার রাগের কথা উঠে এসেছে। পরিচালক করণ জোহর জানিয়েছেন, একদিন তিনি শ্বেতা বচ্চনের সঙ্গে ফিল্মি ম্যাগাজিন পড়ছিলেন। তখনই জয়া বচ্চন তাঁদের দেখে ক্ষেপে যান এবং শ্বেতাকে চড় মারেন।
জয়া বচ্চনের রাগের পরিচয় আগেই পাওয়া গেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মাঝে মাঝে রাগান্বিত হয়ে ওঠেন। বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জনের মধ্যেই জয়ার রাগের এই ঘটনা আবারও আলোচনায় এসেছে।
শ্বেতা বচ্চন দাদা-বউদির সম্পর্কের ভাঙনের ক্ষেত্রে কার পক্ষে আছেন তা নিয়ে কোনও গুঞ্জন নেই। তবে, ওয়াকিবহাল মহলের মতে, তিনি অভিষেকের পাশে থাকবেন। কয়েক বছর আগে ‘কফি উইথ করণে’ এসে তিনি দাদার হয়েই ব্যাট করেছিলেন। ঐশ্বর্যকে ‘আত্মনির্ভর ‘ ও ‘আত্মবিশ্বাসী’ বললেও তাঁর সময়জ্ঞান নিয়ে খোঁচা দিতে ভোলেননি তিনি।