বিনোদন

শ্রীদেবীর বায়োপিক তৈরিতে আপত্তি বনি কাপুরের! নিজের ‘চাঁদনী’কে কেন সবার আড়ালে রাখতে চান বনি?

 

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তার অকাল মৃত্যুতে শোকাহত হয়েছিল গোটা দেশ। তার জীবন ও কর্ম নিয়ে বহুদিন ধরেই বায়োপিক তৈরির জল্পনা চলছিল। তবে এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

বনি কাপুর সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই শ্রীদেবীর বায়োপিক তৈরি করতে রাজি নন। তার মতে, শ্রীদেবীর জীবন অত্যন্ত ব্যক্তিগত। তার জীবনের অনেক বিষয় গোপন ছিল। সেসব বিষয় জনসমক্ষে আনতে তিনি চান না।

বনি কাপুর আরও বলেন, শ্রীদেবীর জীবনের একটি অংশ শুধুমাত্র তার। সেসব বিষয় অন্য কারো সঙ্গে শেয়ার করতে তিনি চান না।

শ্রীদেবী ১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর তিনি একের পর এক হিট ছবি উপহার দেন। তিনি অসংখ্য পুরস্কারও অর্জন করেন। ২০১৮ সালে দুবাইতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Related Articles