শেষমেস কি বন্ধই হয়ে যাবে অনুরাগের ছোঁয়া?

বাংলা বিনোদন চ্যানেলগুলিতে টিআরপির রেষারেষি তুঙ্গে। এই লড়াইয়ের কারণে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা, কালার্স ও সান টিভিতে বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ হয়েছে।
টিআরপির রেষারেষির কারণে চ্যানেলগুলিতে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়। কিন্তু গল্প একটু ঢিমেতালে এগোলেই সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। এর ফলে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্টার জলসায় সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ও টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি। তাই এই ধারাবাহিকও বন্ধ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকে অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য অভিনয় করেছেন।
শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’-কে স্লট দিতেই ‘তুমি আশেপাশে থাকলে’ বন্ধ হচ্ছে। এই ধারাবাহিকে অভিনয় করছেন ঋষিরাজ রায় চৌধুরী ও অনন্যা সাহা।