বিনোদন

শাশ্বতদার জন্য বাংলা ভাষা শিখতে পেরেছি, জানালেন ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সাংভি

 

কলকাতায় এসেছিলেন সঞ্জনা সাংভি। তাঁর নতুন ছবি ‘কড়ক সিংহ’-এর প্রচারে। সাক্ষাৎকার শুরু হওয়ার আগেই তিনি বাংলায় কথা বলতে শুরু করলেন। তাঁর বাংলা ভাষার দক্ষতা দেখে অবাক হলেন অনেকেই।

সঞ্জনা বললেন, তাঁর প্রথম ছবি ‘দিল বেচারা’তে তাঁর চরিত্রটা ছিল বাঙালি। সে সময় তিনি নতুন ছিলেন। তাই তিনি ভাষাটা শিখতে চাইলেন। তিনি বললেন, “বাংলা ভাষাটা খুব সুন্দর। আমি মনে করি, যেকোনো ভাষা শিখতে গেলে সেটার সংস্কৃতিও জানতে হবে। আমি বাংলা ভাষা শিখতে গিয়ে বাংলা সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি।”

সঞ্জনা ‘কড়ক সিংহ’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবির শুটিংয়ের জন্য তিনি কলকাতায় অনেকটা সময় কাটিয়েছিলেন। তিনি বললেন, কলকাতার মানুষ খুব আন্তরিক। তাঁরা তাঁকে অনেক ভালোবাসা দিয়েছেন।

সঞ্জনা বললেন, “আমি ‘দিল বেচারা’ ছবির শুটিংয়ের সময় শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দৃশ্য করেছি। তিনি আমাকে বাংলায় কথা বলা শিখতে অনেক সাহায্য করেছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

Related Articles