রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা যাচ্ছেন না হিরণ, বদলে এই কাজটি করলেন বিজেপি নেতা!

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে এই মুহূর্তে সবাই অযোধ্যামুখী। সেলিব্রিটিরাও শুটিং ফেলে অযোধ্যায় যাচ্ছেন। কিন্তু খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অযোধ্যা যাচ্ছেন না। তিনি বাংলায় বসেই মন্দিরের কাজে আগ্রহী।
সোশাল মিডিয়ায় দেখা গেল, হিরণ খড়গপুরের শীতলা মন্দিরের আশপাশ ও তার ভিতরে স্বচ্ছ অভিযান চালাচ্ছেন। তিনি ঝাড়ু দিয়ে শুকনো পাতা পরিষ্কার করছেন। এই দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, হিরণ অযোধ্যা যাচ্ছেন না কেন?
হিরণের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ থাকতে পারে। তিনি একজন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদও। কিন্তু তার অভিনয় জীবনের সঙ্গে রাজনীতির জীবনের কোনও মিল নেই। তিনি একজন সাধারণ মানুষও। একজন সাধারণ মানুষের মতোই তিনি তার এলাকায় মানুষের সেবা করতে চান। তাই তিনি অযোধ্যা না গিয়ে নিজের এলাকার মন্দিরের কাজে মনোনিবেশ করতে চান।