বিনোদন

রশ্মিকার মধ্যে সেই ফ্লেয়ার ছিল গীতাঞ্জলির চরিত্র করার! জানালেন সন্দীপ রেড্ডি ভঙ্গা

 

রণবীর কপূর অভিনীত সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। ছবিটি নিয়ে বিতর্কও কম নেই। ছবিতে নায়িকার চরিত্র নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বিতর্কের মধ্যেই সন্দীপ রেড্ডি ক্ষমা চেয়ে নিলেন পরিণীতি চোপড়ার কাছে।

পরিণীতিকে ‘অ্যানিম্যাল’ ছবির জন্য দু-বছর আগেই চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক। কিন্তু শেষমেশ ছবিতে পরিণীতি অভিনয় করেননি। এই খবর প্রকাশ্যে আসতেই পরিণীতি জানান, ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবিতে অভিনয় করার জন্য তিনি ‘অ্যানিম্যাল’ থেকে সরে এসেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘অ্যানিম্যাল’ ছবির চিত্রনাট্য পড়ে তার মনে হয়েছিল, গীতাঞ্জলি চরিত্রটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সে কারণে তিনি ছবি থেকে সরে এসেছিলেন।

এ বার সত্যিটা প্রকাশ্যে এনে সন্দীপ রেড্ডি বলেন, ‘‘আসলে ভুলটা আমার। পারলে আমাকে ক্ষমা কর। শুটিং শুরুর প্রায় দেড় বছর আগে পরিণীতির সঙ্গে চুক্তিবদ্ধ হই। কিন্তু ওঁর মধ্যে আমি কখনই গীতাঞ্জলিকে দেখতেই পাইনি। আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয়।’’

Related Articles