বিনোদন

যাদের গল্প বলার প্রতিভা নেই তারা এই ধরনের সিনেমা বানান! অ্যানিম্যাল নিয়ে বিতর্কিত মন্তব্য আমির

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান সম্প্রতি একটি ভিডিওতে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি অ্যানিম্যালের সমালোচনা করেছেন। ভিডিওতে আমির বলেন, “এমন কিছু আবেগ আছে, যার মাধ্যমে দর্শককে উত্তেজিত করা খুব সহজ। তাদের মধ্যে একটি হচ্ছে হিংসা। অন্যটি হল যৌনতা। যে সব পরিচালক আদপে মেধার ধার ধারেন না, তাঁরা যে কোনও পরিস্থিতি নিয়ে তার মধ্যে হিংসা আর যৌনতা ঢুকিয়ে দর্শককে মাতিয়ে রাখতে চান। কারণ তাঁদের মধ্যে গল্প বলার প্রতিভা নেই।”

আমিরের এই মন্তব্যের প্রেক্ষিতে বলিউডে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অ্যানিম্যালের পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা আমিরের সমালোচনাকে ‘ভিত্তিহীন’ বলে নিন্দা করেছেন। তিনি বলেন, “আমির খান একজন বড় অভিনেতা। কিন্তু তার এই মন্তব্য ভিত্তিহীন। অ্যানিম্যাল ছবিতে হিংসা বা যৌনতার কোনো উদ্‌যাপন করা হয়নি। গল্পের স্বার্থে যতটুকু প্রয়োজন, ততটুকু দেওয়া হয়েছে।”

অ্যানিম্যাল মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে। ছবিতে রণবীর কপূরের চরিত্রের অন্তর্নিহিত উগ্র পৌরুষ এবং নরীবিদ্বেষের অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন, এই ছবি সমাজে হিংসা ও সহিংসতার বার্তা ছড়াচ্ছে।

আমির খানের সমালোচনার পর অ্যানিম্যালের বিতর্ক আরও জোরদার হয়েছে। তবে এই বিতর্কের ফলে ছবির জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে না। অ্যানিম্যাল ইতিমধ্যে ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে।

Related Articles