বিনোদন

মুক্তির আগেই ১০০ কোটি কামিয়ে নিল শাহরুখ খানের ডাঙ্কি! একেই বলে ‘শাহরুখ এফেক্ট’

 

বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত নতুন ছবি “ডাঙ্কি” মুক্তির আগেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এটি বলিউড ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন।

এই ছবির বাজেট ছিল ৮৫ কোটি টাকা। যদিও এই বাজেটে অভিনেতাদের পারিশ্রমিক যুক্ত করা হয়নি। তবুও এত কম বাজেটে একটি ছবি এত বড় সাফল্য অর্জন করাটা অবাক করার মতো।

ছবিটি মুক্তির আগেই এত ব্যবসা করার কারণ হিসেবে বলা হচ্ছে, শাহরুখ খানের জনপ্রিয়তা। তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। তার প্রতিটি ছবি মুক্তির আগেই ব্যাপক প্রচারণা চালানো হয়। এছাড়াও, ছবির গল্প এবং পরিচালক রাজকুমার হিরানির খ্যাতিও এই সাফল্যের অন্যতম কারণ।

Related Articles