মির্জা ছবি থেকে সামনে এলো ঐন্দ্রিলার প্রথম লুক!

টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি ‘মির্জ়া’র শুটিং আজ থেকে শুরু হয়েছে। সুমিত সাহিল পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন ড্রামা।
ঐন্দ্রিলা জানান, অঙ্কুশের ছবি বলেই তিনি চরিত্র না শুনেই রাজি হয়ে গিয়েছিলেন। তবে চরিত্রটি শুনেও তাঁর খুব পছন্দ হয়েছে।
ঐন্দ্রিলা জানান, অঙ্কুশের ছবিতে কাজ করার জন্য তিনি সবসময় নার্ভাস থাকেন। কারণ, সবাই ভাববে যে তিনি প্রেমিকা বলেই সুযোগ পেয়েছেন। তাই নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে।
অঙ্কুশ জানান, মুসকানের চরিত্রটি একজন পরিণত অভিনেত্রীর জন্য উপযুক্ত। তাই তিনি ঐন্দ্রিলাকেই পছন্দ করেছিলেন। তিনি মনে করেন, ঐন্দ্রিলা এই চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন।অভিনয় কেরিয়ারের নিরিখে ঐন্দ্রিলা অঙ্কুশের চেয়ে সিনিয়র। তাই পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান ঐন্দ্রিলা।
এই ছবিটি অঙ্কুশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে জানান ঐন্দ্রিলা। তাই তিনি সব রকম ভাবে পাশে থাকার চেষ্টা করছেন।আশা করা যায়, এই ছবিটি দর্শকদের ভালো লাগবে।