বিনোদন

মা বলেছিল টিকবে না সম্পর্ক, সম্পর্কের এক বছর পূরণ হতেই সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অহনা!

 

টলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা অহনা দত্ত। তাঁর প্রেমিক দীপঙ্কর রায়। তাঁদের প্রেম শুরু হয়েছিল শুটিং ফ্লোরেই। কিন্তু তাঁদের প্রেমকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়েছিল সমালোচনা। অভিনেত্রীর মাও মেনে নেননি তাঁদের সম্পর্ককে। অহনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

এক বছর পূর্তি হল অহনা-দীপঙ্করের সম্পর্কের। এই এক বছরে তাঁদের অনেক প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে। সমালোচনা, পরিবারের অমত, সব কিছুকে জয় করে এগিয়ে গেছে তাঁদের সম্পর্ক।

অহনা দত্ত বলেন, “অনেক সম্পর্ক খুব কম দিনেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা যে এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছি, সেটা এখন ভেবে ভাল লাগছে। অনেকের প্রচুর নেতিবাচক মন্তব্য শুনেছি। এখন যদিও অনেক কমেছে মানুষের সমালোচনা। এই ৩৬৫ দিন আমায় এতটা আগলে রেখেছে দীপঙ্কর। আমরা ভাল আছি।”

অহনা-দীপঙ্করের সম্পর্ক নিয়ে এখনও তাদের পরিবারের মধ্যে ঝামেলা রয়েছে। অহনার মা এখনও মেনে নিতে পারেননি তাদের সম্পর্ককে। অহনা বলেন, “মা হয়তো এমন জীবনই চেয়েছিলেন। আমি মুক্ত করে দিয়েছি। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মা ভাল আছে দেখে ভাল লাগছে, এটুকুই।”

সম্পর্কের এক বছরের পূর্তিতে শহর থেকে দূরে একটি রিসর্টে সময় কাটিয়েছেন তাঁরা। সেখানেই আয়োজন হয়েছিল কাশ্মীরি পোলাও, ঠাকুরবাড়ির কষা মাংস-সহ আরও অনেক পদের। একে অপরকে সোনার গয়না উপহার দিয়েছেন। অহনা দিয়েছেন একটি সোনার হার। আর দীপঙ্কর নায়িকাকে উপহার দিয়েছেন আংটি।

অহনা-দীপঙ্করের প্রেম এক বছর পূর্তি উদযাপন করে তারা প্রমাণ করে দিয়েছেন যে, ভালোবাসা সব প্রতিকূলতা পেরিয়ে জয়ী হয়।

Related Articles